চার ইরানি কূটনীতিক অপহরণের পুরো দায় ইসরাইলের: ইরান
প্রকাশ: ৫ জুলাই ২০২১, ০৮:৫৮ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩২
লেবানন থেকে চার ইরানি কূটনীতিক অপহরণের পুরো দায় ইহুদিবাদী ইসরাইলের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার চার কূটনীতিকের অপহরণ বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।
১৯৮২ সালের ৪ জুলাই ইহুাদিবাদীদের ইসরাইলের ভাড়াটে অস্ত্রধারীরা লেবাননের বারবারা এলাকা থেকে ঐ চার ইরানি কূটনীতিককে অপহরণ করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী লেবাননের উত্তরাঞ্চল থেকে ইরানি কূটনীতিকদের অপহরণ করে ইহুদিবাদী সেনাদের হাত তুলে দেয়া হয়। বর্তমানে এসব কূটনীতিক ইসরাইলি কারাগারে আটক রয়েছেন।
বিবৃতিতে মানবতাবিরোধী ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এ পদক্ষেপের ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, লেবাননের পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস’সহ সব আন্তর্জাতিক সংস্থার উচিত ইরানি কূটনীতিকদের মুক্ত করার লক্ষ্যে জোরালো পদক্ষেপ নেয়া।
ইরান এবং অপহৃত কূটনীতিকদের পরিবারের অধিকারের প্রতি গুরুত্ব দিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত