চাঁদা দাবির প্রতিবাদে মহসড়কে অবরোধ
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১৯:১৬ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে মহাসড়কে অবরোধ করা হয়েছে। উপজেলার কাগইল মহাসড়ক এলাকায় সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই অবরোধ চলে।
মহাসড়কের চার লেন নির্মাণ কাজের ঠিকাদারের কাছে চাঁদা দাবি এবং শ্রমিকদের মারধরের প্রতিবাদে এই অবরোধ করা হয়। পরে শিবগঞ্জ থানা ও মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, প্রায় দেড় ঘন্টা চলা এই অবরোধে মহাসড়কের প্রায় ৬ কিলোমিটার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের চার লেনের কাজের জন্য মহাস্থান ব্রিজ পার হয়ে কাগইল থেকে মোকামতলা অংশে মনিকো নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। তাদের কাজের অংশের ইট সরবারহের জন্য চন্ডিহারা এলাকা আইনুল নামের এক সরবরাহকারী দায়িত্ব পান। তবে তার ইটের মান ভালো না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি আইনুলের সাথে করা চুক্তি বন্ধ করে দেয়।
অভিযোগ উঠেছে, এতে আইনুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি মনিকোর কাজের জন্য আসা প্রতিটি ইটের গাড়ি থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু প্রতিষ্ঠানটি চাঁদা দিতে অস্বীকার করে।
এর পরিপ্রেক্ষিতে গত শনিবার আইনুল মহাসড়কে কাজ করা নির্মাণ শ্রমিকদের কয়েকজনকে মারধর করেন। এ ঘটনায় স্থানীয়রা ও নির্মাণ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আজ মহাসড়ক অবরোধ করেন। অবরোধে তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আলমগীর হোসেন বলেন, অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে শ্রমিকদের সাথে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে নেই। চাঁদাবাজি ও মারধরের বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত