চাঁদাবাজী করতে গিয়ে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ১৯:৫২ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫
বগুড়ার আদমদীঘিতে ভুয়া ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয়ে ‘চাঁদাবাজি’ করার সময় মেহেদী হাসান (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুন্দগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের মনছুর রহমানের ছেলে। এ ঘটনায় আদমদীঘির সিংড়াপাড়ার আজহারুল ইসলাম বাদী হয়ে বুধবার সকালে আদমদীঘি থানায় মেহেদী হাসানকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার মেহেদী হাসান নামের ওই যুবক আদমদীঘির কুন্দগ্রাম বাজার এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে নিজেকে ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বেশ কিছু মানুষের কাছে চাঁদা দাবি করেন। সন্ধ্যায় কুন্দ্রগাম সিংড়াপাড়ার আজহারুল ইসলাস নামের ওই ব্যক্তিকে পিস্তল ঠেকিয়ে বলে- ‘আপনি অবৈধ কাজের সঙ্গে জড়িত, ৫০ হাজার টাকা না দিলে বিপদ হবে।’ এসময় আজহারুল ইসলামের সন্দেহ হলে স্থানীয় জনতার সহযোগীতায় মেহেদী হাসানকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে চায়নার তৈরি একটি খেলনা পিস্তল পাওয়া যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, মেহেদী হাসান নামের ওই যুবক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত