চলে গেলেন শ্রীনগরের ডা. ফখরুল ইসলাম চৌধুরী
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১৪:১৮ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০০:৪১
মুন্সিগঞ্জের শ্রীনগর-বাড়ৈখালীর ডা. ফখরুল ইসলাম চৌধুরী (৮২) গতকাল ১৯ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি.....রাজিউন)। তিনি প্রস্টেট জটিলতায় ভুগছিলেন।
ডা. ফখরুল ইসলাম চৌধুরী দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক, সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সেজ ভাই। ছাত্র জীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্র সংসদের সাধারন সম্পাদক নির্বাচিত হন। ছাত্র জীবন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ্যানাটমি বিভাগের ডেমোনেস্টার পদে যোগ দিয়ে কর্ম জীবন শুরু করেন। কর্ম জীবনে তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েসনের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ইরান ও সৌদি আরবে চিকিৎসক হিসেবে কাজ করেন।
ডা. ফখরুল ইসলাম চৌধুরী ঢাকার প্রথম দিকের বেসরকারি চিকিৎসা কেন্দ্র "রাজধানী ক্লিনিক"- এর অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ছিলেন। পরবর্তীকালে তিনি বারডেম হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন।এছাড়াও তিনি কিশোর মজলিশ নামে একটি কিশোর সংগঠনের প্রধান সংগঠক ছিলেন। মৃত্যুর পূর্বে কয়েক বছর তিনি অবসর জীবন যাপন করছিলেন।
নামাজে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে পিতা মাতার কবরের পাশে দাফন করা হয়েছে। তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
ডা. ফখরুল ইসলাম চৌধুরী মৃত্যুতে বিক্রমপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত