চলে গেলেন গাজী টিভির সিনিয়র নিউজরুম এডিটর সুদীপ দে
প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ১২:৩২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০১
গাজী টিভির সিনিয়র নিউজরুম এডিটর সুদীপ দে আর নেই। সোমবার (২২ আগস্ট) সকালে হৃদ রোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গাজী টিভি নিউজ এডিটর ও সাংবাদিক নেতা রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০০৯ সালে তিনি প্রথম আলোতে কন্ট্রিবিউটর হিসেবে সাংবাদিকতা পেশায় যোগ দেন। এরপর তিনি অ্যাসিসটেন্ট নিউজ এডিটর হিসেবে ও নিউজ প্রেজেন্টার হিসেবে এবিসি রেডিওতে যোগ দেন।
আর ২০১৬ সাল থেকে তিনি গাজী টিভিতে কর্মরত ছিলেন। তিনি সেখানে নিউজ প্রেজেন্টার ও সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তরুণ এই সম্ভাবনাময় সাংবাদিকের বেশ কয়েকটি বই ও প্রকাশিত হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত