চলে গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৮ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। রোববার (৬ ফেব্রুয়ারি) মারা যান তিনি। এরআগে করোনামুক্ত হলেও শারীরিক অবস্থা ছিলো অবনতির দিকে। নেয়া হয়েছিলো ভেন্টিলেটর সাপোর্টে।
৯২ বছর বয়সী এ কিংবদন্তি কিছু দিন আগে কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর মূলত শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে।
এরপর ১১ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। ধীরে ধীরে করোনামুক্ত হলেও ধরা পড়ে নিউমোনিয়া।
চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
এর আগেও সঙ্কটজনক অবস্থায় একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল লতাকে। কিন্তু অনুরাগীদের আশ্বস্ত করে প্রত্যেকবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন। ১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মারাঠি ছবিতে। মুম্বই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবিতে গান। ‘মজবুর’ ছবিতে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত