চলন্ত বাসে কন্যা সন্তানের জন্ম, পরিবারটিকে আজীবন ফ্রি ভ্রমনের ঘোষনা

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৫ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:০২

শনিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে প্রচেষ্ঠা পরিবহনে ঢাকা যাওয়ার পথে চলন্ত বাসে  শ্রীনগর উপজেলার দোগাছি পদ্মা সেতু সার্ভিস এলাকায় এক কন্যা সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। খবর পেয়ে প্রচেষ্ঠা পরিবহনের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ নোমান মিয়া নব জাতক শিশুর সুচিকিৎসার জন্য যাবতীয় খরচ বহন করেন এবং নবজাতক  শিশু সহ পরিবারের সকলের জন্য আজীবন বীনা মুল্যে ভ্রমনের ঘোষনা দেন। 

মোহাম্মদ নোমান মিয়া জানান, শনিবার সকালে মাদারীপূর থেকে আসা এই পরিবারটি গাজীপুর যাওয়ার জন্য শিমূলিয়া ঘাটে এসে প্রচেষ্ঠা পরিবহনে করে রওনা দেয় তারা।  ঢাকা-মাওয়া হাইওয়ে সড়কের দোগাছী এলাকায় এসে গৃহবধূর প্রসব ব্যাথা উঠলে বাসে থাকা সকল যাএীকে নামিয়ে দিয়ে অন্য একটি পরিবহনে করে যাএীদের ঢাকায় পাঠানো হয়। আর এই পরিবহনেই নবজাতক কন্যা সন্তানের জন্ম হলে মা এবং নবজাতককে  শ্রীনগরের ষোলঘর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত