চলচ্চিত্র অভিনেতা আবদুল্লাহ সাকি আর নেই

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ১০:১১ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৭

এক সময়ের চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা আব্দুল্লাহ সাকী মারা গেছেন। শনিবার (২৭ আগস্ট) দিনগত রাত ১ টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন এই অভিনেতা।

সাকীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক ও চিত্রনায়ক ওমর সানী।

ফেসবুকে শোক প্রকাশ করে ওমর সানী লেখেন, ‘‘একটা দুঃসংবাদ পেলাম এখন, আমার বিখ্যাত ছবি ‘প্রেম গীত’-এ আমার সাথে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকী ভাই গতরাত একটার সময় ইন্তেকাল করেছেন।  উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানালেন।  সাকী ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন। ”

৯০ দশকের অসংখ্য সিনেমায় চরিত্রাভিনেতা হিসেবে দেখা গিয়েছিল আব্দুল্লাহ সাকীকে। অভিনয় দিয়ে অল্প সময়ে তিনি প্রশংসিত হন। ঢালিউডের বড় বাজেটের ও নামী অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে গেছে তাকে। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন সাকী।  তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে অনেক সহকর্মী শোক প্রকাশ করেছেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত