চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি, তিন জনের মরদেহ উদ্ধার

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৭ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৩১

বরিশালে চরমোনাই মাহফিলগামী একটি ট্রলারডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুই জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ছয় জন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদীতে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টা পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম আব্দুল কুদ্দুস (৭০)। তিনি সিরাজগঞ্জের কাবান্দিপুর এলাকার বাসিন্দা। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

চরমোনাইর মাহফিল কমিটির মুখপাত্র আব্দুল্লাহ আল মামুন টিটু বলেন, চরমোনাইর বার্ষিক মাহফিলে যোগ দিতে মঙ্গলবার সিরাজগঞ্জের কাবান্দিপুর এলাকা থেকে ৪২ জন মুসল্লি নিয়ে ট্রলারটি ছেড়ে আসে। রাত ১২টার দিকে নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এরপর যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।
 
এ সময় ট্রলারের মুসল্লিরা সাঁতরে পারে উঠে চরমোনাইর বাগরজা গ্রামে আশ্রয় নেন। ওই সময় সাত জন নিখোঁজ ছিলেন। পরে কালিগঞ্জ এলাকা থেকে জীবিত অবস্থায় দুই জনকে উদ্ধার করা হয়। রাত ১২টার পর আব্দুল কুদ্দুসের মরদেহ পাওয়া যায়। স্বজনরা তার মরদেহ শনাক্ত করেছে। বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে আরও দুই জনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও জেলেরা। এখনও দুই জন নিখোঁজ রয়েছেন।
 
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ছয় জনের মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের চরমোনাই অস্থায়ী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
বরিশাল নৌ-ফায়ার স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম জানান, ট্রলারে মোট ৪৫ জন ছিলেন। সবার বাড়ি সিরাজগঞ্জে। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। তবে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে স্রোত থাকায় অভিযান চালাতে হিমশিম খেতে হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত