প্রায় শতাধিক ককটেল বিষ্ফোরণে আতঙ্ক, পুলিশের অভিযান

চরকেওয়ারে আ’লীগ প্রার্থী-বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ

  কাজী সাব্বির আহমেদ দীপু, ছোট মোল্লাকান্দি থেকে ফিরে

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ০৯:৫০ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৮

ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়া ও নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ আওয়ামী লীগ নেতাকে দলের সকল পদ থেকে বহিস্কারাদেশের চিঠি প্রেরণের খবর পেয়ে মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নেরর ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার রাত সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঘন্টাব্যাপী দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ সময় মুর্হুমুহু প্রায় শতাধিক ককটেল বিস্ফোরণের বিকট শব্দে ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রাম প্রকম্পিত হয়ে ওঠে। এতে ছোট মোল্লাকান্দি গ্রাম ও সংলগ্ন নুরানী কোল্ড স্টোরেজ এলাকার সড়কের পাশে থাকা দোকানপাট মুর্হুতেই বন্ধ করে ফেলে ব্যবসায়ীরা। এমনকি ওই এলাকায় স্থাপিত নৌকা প্রতীক প্রার্থী ও আনারস প্রতীক প্রার্থীর নির্বাচনি ক্যাম্পও বন্ধ করে ফেলে একে অপরকে ঘায়েল করতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে ওঠে দ্ইু প্রার্থীর কর্মী সমর্থকরা। খবর পেয়ে অদূরে মোতায়েন থাকা মুন্সীগঞ্জ সদর থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেলে দু’পক্ষ গ্রামের কৃষি জমিতে গিয়ে পাল্টাপাল্টি ককটেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে অন্ধাকার রাতে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে অভিযান শুরু করলে গ্রেফতার এড়াতে দু’পক্ষই নিরাপদ স্থানে অবস্থান নিয়ে থেমে থেমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের প্রস্তুুত থাকার ইঙ্গিত দিচ্ছে।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে চরকেওয়ার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী করা হয় সদর উপজেলা আ’লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়াকে। এতে দলের মনোনয়ন বি ত হয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান জীবন। এতে গত বুধবার নৌকা প্রতীক প্রার্থীর নির্বাচনি প্রচারণায় গিয়ে জেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিদ্রোহী প্রার্থীসহ দলের ৭ জনের নাম উল্লেখ করে দল থেকে বহিস্কার করা হবে বলে জানান। এর প্রেক্ষিতে শনিবার রাতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিস্কারাদেশের চিঠি রোববার দুপুরের পর বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ৩ আ’লীগ নেতার কাছে প্রেরণ করা হয়।

এতে মনোনয়ন দাখিলের পর থেকে দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। রোববার রাতে সৃষ্ট উত্তেজনা সংঘর্ষে রূপ দেয় দুই প্রার্থীর কর্মী সমর্থকরা। তবে এ ঘটনার জন্য দুই চেয়ারম্যান প্রার্থী পরস্পরকে দায়ী করেছেন।

সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। বর্তমানে গ্রেফতার এড়াতে দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা নিরাপদ স্থানে অবস্থান করছে। এ ঘটনার জন্য চরকেওয়ার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী-এই দু’ প্রার্থীর কর্মী-সমর্থকদের দায়ী করেছেন ওসি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত