চরকিতে আসছে তামিল সিনেমা
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১১:১৪ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭
বৃহস্পতিবার মানেই চরকিতে নতুন কনটেন্ট। অরিজিনাল সিনেমা, সিরিজ, ডাব কনটেন্ট—যেটাই হোক, প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি পাবেই। আজও এই ধারাবাহিকতার ব্যতিক্রম হবে না। কাল চরকিতে আসছে তামিল সিনেমা মানাগারাম। লোকেশ কানাগরাজ পরিচালিত সিনেমাটি অ্যাকশন ও থ্রিলে ভরপুর।
মানাগারাম মূলত শহরের সাধারণ মানুষের গল্প। একটি শহরকে কেন্দ্র করে চারজন মানুষের টিকে থাকা ও অস্তিত্বের লড়াই দেখানো হয়েছে। বিভিন্ন সময় ঘটে যাওয়া কিছু ঘটনা তাদের এক সুতোয় বেঁধে দেয়। সেখান থেকে বাঁচার উপায় তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে।
এটা পরিচালক লোকেশ কানাগরাজের প্রথম ফিচার ফিল্ম। অভিনয় করেছেন সন্দ্বীপ কিষান, শ্রী, রেজিনা কাসান্ড্রা।
মানাগারাম ছাড়াও চরকিতে আরও দেখা যাবে বাংলায় ডাব করা পিগ জেন, জিরো ফ্লোর, মিরাকল ইন সেল নং ৭–এর মতো ইরানি, টার্কিশসহ ভিনভাষার সিনেমা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত