চমকে দিয়ে পাকিস্তানকে হারাল থাইল্যান্ডের মেয়েরা
প্রকাশ: ৬ অক্টোবর ২০২২, ১৩:০৪ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫
থাইল্যান্ডের মেয়েরা ভিন্ন ধাচের ক্রিকেট খেলে এমন কথা শোনা গিয়েছিল অনেক। কিন্তু দেখা মিলছিল না তার।পাকিস্তানের বিপক্ষে নিজেদের মেলে ধরল তারা। টুর্নামেন্টের সবচেয়ে বড় আপসেট ঘটিয়ে ফেলল থাইল্যান্ড।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে জিতেছে থাইল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট ১১৬ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১ বল আগে জয় পায় থাইরা।
টস জিতে ব্যাট করতে নেমে ২৫ রানের উদ্বোধনী জুটি পায় পাকিস্তান। ১৪ বলে ১৫ রান করে মুনিবা আলি আউট হলে ভেঙে যায় এই জুটি। আরেক উদ্বোধনী ব্যাটার সিধরা আমিন তুলে নেন হাফ সেঞ্চুরি।
৬৪ বলে ৫৬ রান করে রান আউট হন তিনি। তার বিদায়ের পর আর কোনো ব্যাটারই দলের হয়ে হাল ধরতে পারেননি। থাইদের পক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন সুরনারিন টিপোচ।
জবাব দিতে নেমে থাইদের পক্ষেই একাই হাল ধরেন নাত্থাকান চান্থাম। তাদের পক্ষে ৫ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৬১ রান করেন নাত্থাকান চান্থাম। ২৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন নারোইমাল চাওয়ী। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট পান নিধা ধর, সমান উইকেট পেয়েছেন তুবা হাসানও।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত