চট্টগ্রাম বিমানবন্দরে সোনার বারসহ আটক ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১৬:০৯ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ১৪:১৮

প্রতিকী ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি সোনার বারসহ এম জেড এ শরীফ নামে এক চিকিৎসককে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে আলাউদ্দিন নামে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়।আটক আলাউদ্দিন শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটযোগে চট্টগ্রামে ফিরেছেন।

সোমবার (২৯ জানুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

ডা. এম জেড এ শরীফ ২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা। তিনি বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। 

অভিযানের বিষয়ে বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন বলেন, এক চিকিৎসককে তল্লাশি করে ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন এক যাত্রী তাকে বারগুলো দিয়েছেন। পরে ওই যাত্রীকেও আটক করা হয়। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে, গত শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের প্যাকেটে প্রায় এক কোটি টাকা দামের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। 

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত