চট্টগ্রামে বিএনপি নেতা তোতনকে দল থেকে বহিষ্কার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১৭:২২ |  আপডেট  : ৩ মে ২০২৫, ১৭:১৭

চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকায় শনিবার রাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন এবং খুলশী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) পৃথক বহিষ্কার আদেশে এ তথ্য জানা গেছে।

নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনের বহিষ্কার আদেশে সই করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার নানা অনাচারের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সুতরাং আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।’

অপরদিকে, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের বহিষ্কার আদেশে সই করেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক) এম আবু বক্কর রাজু। তাতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো।

‘চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে এলাকায় চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে জড়ান খুলশী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের অনুসারীরা। ওমর ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনের অনুসারী। সন্ধ্যায় সেগুনবাগান এলাকায় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত