চালক আশঙ্কাজনক

চট্টগ্রামে কনটেইনারচাপায় দুই রিকশা আরোহী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১৬:০৪ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০১

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার পতেঙ্গা স্টিল মিল খালপাড় এলাকায় লরি থেকে পড়ে যাওয়া কনটেইনারচাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইপিজেড থানার এসআই রূপক কান্তি চৌধুরী বলেন, একটি লরি থেকে পড়ে যাওয়া কনটেইনারের পাশে চলাচলরত একটি রিকশাকে চাপা দেয়। এ সময় কনটেইনারের নিচে চাপা পড়ে দুইজন প্রাণ হারান। চালককে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, স্টিল মিল খালপাড় এলাকায় কনটেইনারবাহী লরি অসতর্ক অবস্থায় চালাচ্ছিলেন চালক। এ সময় লরি থেকে কনটেইনারটি পাশে পড়ে গিয়ে একটি রিকশাকে চাপা দেয়। রিকশাটিতে দুইজন যাত্রী ছিলেন। দুই যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, আমরা নৌবাহিনীর ক্রেনের সাহায্যে কনটেইনারের নিচে চাপাপড়া দুইটি মরদেহ উদ্ধার করেছি। এ সময় রিকশা চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। রিকশাচালক গুরুতর জখম হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত