মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে
ঘূর্ণিঝড় হামুন এখন গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সংকেত নামানো হয়েছে
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১৩:৩২ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২
উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় হামুন দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্র, বন্দর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই দেশের চার সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
তবে বুধবার (২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত নদীবন্দরে সংকেত থাকবে। এদিকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার বিশেষ বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড়টি স্থলভাগে আরও অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাবে। সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ (২৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হলো।
এদিকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত