ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১৫:০৯ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮
রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় দুইতলা বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর [১১] মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০৪ নম্বর ওয়ার্ডে মৃত্যু হয়।
ডেমরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল জানান, আমরা রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পারি শিশুটি ডেমরার ডগাইর ইসলামবাগ নতুন পাড়ার একটি দুইতলা বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত শিশুটির দুলাভাই কাওসার জানান, গতকাল ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে পড়ে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। তার (আব্দুল্লাহ) বাড়ি বরিশাল জেলার পাতারহাট থানার চর মাইশাক গ্রামে। সে ওই এলাকার মৃত মিজু হাওলাদারের সন্তান ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত