গ্রেফতারের দাবিতে শিবগঞ্জের কিচক বন্দরে মানববন্ধন

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ  (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২ মার্চ ২০২২, ১৮:৫৪ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:২৪

বগুড়ার শিবগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়ন কিচক শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের হত্যার প্রতিবাদে ও দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী । বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কিচক বন্দরে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা এ সময় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে।

মানববন্ধনে বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রাসেল মন্ডল বলেন, অনতিবিলম্ব সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না। এ সময় এ্যাডঃ আব্দুল বাছেদ দ্রুত সময়ের মধ্যে খুনি ইয়াবুক ও আবু সাঈদসহ তাদের সকল দোসরদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি ইজান আলী, সহসাধারণ সম্পাদক সেলিম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জাহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম, ধর্মীয় সম্পাদক রাজু আহম্মেদ, কার্য নির্বাহী সদস্য মতিন মিয়া ও আনারুল ইসলাম আনার, কিচক ইউপির সমাজ সেবক দোজা ফকির, আব্দুল আলিম, খলিলুর রহমান  আতিক হাসান, ফারুক, মহসিন, রহিম, এলাকার সহস্রাধিক নারী পুরুষ।

এ ঘণ্টাব্যাপী  মানববন্ধনে ও সড়ক অবরোধে রাস্তার দু- পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে  শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাসের অনুরোধে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ওসি দীপক কুমার দাস বলেন, দুই জন আসামি গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত