গ্রীষ্মের তাপদাহে - সপ্তিকা চক্রবর্তী

  নীপা চৌধুরী

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১৬:২৭ |  আপডেট  : ২১ মে ২০২৪, ০৬:১৭

গ্রীষ্মের তাপদাহে 
সপ্তিকা চক্রবর্তী


গ্রীষ্মের তাপদাহে উত্তপ্ত পৃথিবীতে সৃষ্টি যে তোলপাড়,
পৃথিবীর বুকে খেটে খাওয়া অগনিত মানুষের হাহাকার।
চারদিকে যেন মানবের প্রানে বালুময় বালুচর,
কোথায় হারালো কালের স্রোতে কালবৈশাখী ঝড়?
মেঘের সাজ নাই শেষ বিকেলে নাইতো হিমেল হাওয়া,
রাত ভর নাই ঝাঁকে ঝাঁকে সেই বৃষ্টির আসা যাওয়া।
শিশু প্রানে নাই বলার ভাষা এ কোন পৃথিবীর আলো,
মানবের চোখ গগনের পানে, এই বুঝি চমকালো।
শুকিয়ে যাচ্ছে বৃক্ষ লতা পাতা শুকায় অথৈ নদী খাল,
হঠাৎ আসা দমকা হাওয়ায় কোথা সে গ্ৰীস্মকাল?
কতো ভাবে আর প্রান যাবে কার মিলবে কি স্বস্তির ধরা,
ফিরবে কি আর সেই ষড় ঋতু স্বপ্নের রঙে মনভরা?
সত্যের সন্নিকটে আজ মহামানবের সেই বাণী,
রাত শেষে ভোরে ডাক দিয়ে ফেড়ে মৃত্যুর হাতছানি।
নানা ব্যাধি শোকে জর্জরিত বিশ্বমানবের প্রানে মনে,
চলবে কতকাল বিপদের সুরে বেঁচে থাকা দিন গুণে?

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত