গ্যাস সিলিন্ডার থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১০:৪২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:০১

রাজধানীর বাড্ডা বেরাইদ এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।বুধবার (২৩ মার্চ) ভোরে বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 
 
দগ্ধ চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. সাইদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, ভোরে পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলার ওই বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত