গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে ঘরজামাই

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ১৯:০৩ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৫

বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক অশান্তিতে গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে নুরুল ইসলাম (৩০) নামে এক ঘরজামাই। ঘটনাটি ঘটে উপজেলার ভাটগ্রামে। জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈলগ্রামের ইসমাইল হোসেনের ছেলে নুরুল ইসলাম দেড় বছর পূর্বে উপজেলার ভাটগ্রামের আব্দুল করিমের মেয়ে শিউলি খাতুনকে বিবাহ করে। বিবাহের পর নুরুল ইসলাম তার স্ত্রী শিউলি খাতুনকে নিয়ে ভাটগ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতো। 

হঠাৎ শনিবার (৯ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ৯ টারদিকে নুরুল ইসলাম সবার অজান্তে গ্যাসট্যাবলেট খায়। পরে পরিবারের লোকজন তা বুঝতে পেরে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২ টারদিকে তার মৃত্যু ঘটে। এ তথ্য নিশ্চিত করেন ইউপি সদস্য কামরুজ্জামান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত