গোল্ডেন গ্লাভস জিতে যা বললেন মার্টিনেজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১০:০৫ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৪১

আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন।ফাইনালে পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভসহ টাইব্রেকারে ফ্রান্সের কোম্যানের শট ফিরিয়ে দেন মার্টিনেজ।

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও পেনাল্টি শ্যুটআউটে দুই শট ঠেকিয়ে নায়ক বনে গিয়েছিলেন মার্টিনেজ।

তাই তো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে মার্টিনেজ যেন আনন্দের শেষ নেই। ম্যাচ শেষে তিনি বললেন, ‘আমি খুব শান্ত ছিলাম। অন্য সময়ে তারা তিনটি শট নিল এবং তিন গোল দিল। কিন্তু আমি মনে করি, পরবর্তী সময়ে আমি সবকিছুই ঠিকঠাকভাবে সম্পন্ন করেছি।’

নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় এই অর্জন গোল্ডেন গ্লাভস পুরস্কারটি তার পরিবারকে উৎসর্গ করেছেন মার্টিনেজ।বললেন, ‘আমি খুব ভালো জায়গা থেকে উঠে এসেছি। আমি যখন যুবক ছিলাম তখনই ইংল্যান্ডে যাই। আমি এটি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত