গোবিন্দার ‘দুলহে রাজা’ রিমেক প্রযোজনাতে শাহরুখ খান
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৭ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৩১
সম্প্রতি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নিয়মিত হচ্ছেন বাদশা। এরই মধ্যে বলিউডে তার রেড চিলিজ সংস্থা ভিজ্যুয়াল এফেক্টের কাজের জন্য বিখ্যাত। তবে এখন সিনেমা-সিরিজের কাজেও জোর দেওয়া হয়েছে। এইত কিছুদিন আগে আলিয়া ভাটের সঙ্গে ‘ডার্লিংস’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছিলেন শাহরুখ। নেটফ্লিক্স অরিজিনাল সেই সিনেমাটি দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিল।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ডার্লিংস’ ছবির সাফল্যের পর এবার নতুন আরেক কাজ করতে চলছেন শাহরুখ খান। গোবিন্দার সুপারহিট সিনেমা ‘দুলহে রাজা’ স্বত্ত্ব কিনেছে তার রেড চিলিজ সংস্থা। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল হর্মেশ মালহোত্রা পরিচালিত কমেডি সিনেমাটি। ছবিতে গোবিন্দার নায়িকা ছিলেন রবিনা ট্যান্ডন।
নব্বই দশকের ব্লকবাস্টার সিনেমা ‘দুলহে রাজা’। শুধু তাই নয় এর গানও বেশ জনপ্রিয় হয়। জনপ্রিয় এই সিনেমার রিমেকে কে বা কারা অভিনয় করবেন তা জানা যাবে শিগগিরই।
বর্তমানে চেন্নাই অ্যাটলির ‘জওয়ান’ ছবির শুটিং করছেন শাহরুখ। চলতি মাসের শেষেই মুম্বাই ফিরে সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ সিনেমার শুটিং শেষ করবেন কিং খান। এছাড়াও মুক্তির অপেক্ষায় ‘পাঠান’। এছাড়া রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিটিও আছে তার ঝুলিতে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত