গোবিন্দগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩২ |  আপডেট  : ১৪ মার্চ ২০২৫, ০৩:২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার জাকির মার্কেট সংলগ্নে ইসলামিক এডুকেয়ার একাডেমিতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডাচ্ বাংলা ব্যাংকের "দৃষ্টি " প্রোগ্রাম আওতায় এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প ছানি অপারেশন এর আয়োজন করা হয়।

অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাকির হোসেন, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাবাড়ি গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লায়ন ছামিউল আলম রাসু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী এডুকেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন, কাটাবাড়ি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ আবু সাঈদ, ছামছুদ তাজবীর মিশু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

এ সময় ডাঃ এ, এন, এম, নাজিব মোর্শেদ নাইম বলেন আমরা চেষ্টা করছি সর্বচ্চ সেবার মান নিশ্চিত করা,  নিজের সেবার মান উল্লেখ করে সকলকে ধৈর্য সহকারে সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন। আউটরীচ ইনচার্জ মোঃ মোজাহিদুল ইসলাম বলেন আমরা ডাচ্ বাংলা দৃষ্টি প্রোগ্রাম এর আওতায় ফ্রী চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন সেবা প্রদান করছি, তিন শতাধিক রুগী উপস্থিত হয়। ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরো করতে চাই যাতে মানুষ তাদের দৃষ্টি ফিরে পায় স্বাভাবিক ভাবে চলতে পারে। অন্যান্যদের মধ্যে আরো ১৫ জন ডাক্তার এবং নার্স উপস্থিত ছিলেন। পরে চক্ষু ক্যাম্পের সাথে একত্বতা প্রকাশ করে যোগদান করেন সকাল, ইসানুল, মোহাম্মদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সময় থেকে নারী পুরুষ এসে বিনামূল্যের সেবা গ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত