গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত পেট্রোবাংলা চেয়ারম্যানের শ্রদ্ধা
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১০:০৪ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩০
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুল হাসান। শুক্রবার দুপুরে জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
পেট্রোবাংলা’র চেয়ারম্যান নাজমুল হাসান জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় সুন্দরবন গ্যাস ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত