গাবতলী মাঠপাড়া বিবাহিত বনাম অবিবাহিত এক প্রীতি ফুটবল উৎসব অনুষ্ঠিত
প্রকাশ: ১১ জুন ২০২১, ১৯:৪৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৫
বগুড়া জেলার গাবতলি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহে মাঠের পশ্চিম পাশে আকর্ষণীয় বিবাহিত ও অবিবাহিত এক প্রীতি ফুটবল উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় দুটি দল অংশ গ্রহণ করে গাবতলি মাঠপাড়া বিবাহিত একাদশ বনাম গাবতলি মাঠপাড়া অবিবাহিত একাদশ।
স্থানীয় সময় শুক্রবার (১১ জুন) বিকাল সাড়ে ৪.৩০ টায় খেলাটি অনুষ্ঠিত হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলার প্রীতি ম্যাচটি উপভোগ করে। খেলার ফলাফল – বিবাহিত দল ২-০ গোলে জয় লাভ করে।
বিবাহিত একাদশ: আবু সাঈদ মাষ্টার (অধিনায়ক), সিরাাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ডা: আলম, শাওার, বাদশা, মুকুল, শাজাহান, সিদ্দিক, ফেলু, হেলাল, কুরানু, নুরুল ইসলাম, হান্নান, তাজুল, গোলাম রব্বানী, দুলাল, এনামুল হক নতুন, আবুল কালাম, আব্দুল গফুর(টুকু), আরিফুর রহমান লিটন, আবু সাঈদ, ইব্রাহিম খলিলল্লাহ, মিজানুর রহমান(মিন্টু), আনোয়ার হোসেন, চন্চল, আব্দুল হালিম, খাইরুল, মতি, কাফি, রিপন, ফারুক, রেজাউল, মানিক, জহুরুল, জাইদুল, নিভা, একরাম, সাইদুল, খালেক, খাইরুল, সাইদুল, কাজল, কাউন্সিলর মোস্তাফিজার রহমান মোস্তা, মোহাম্মদ, ঝিনু, মমিন, সেলিম-১, সেলিম-২, সিয়াম, লায়েল, মোক্তাদির বাবু, প্রমুখ।
অবিবাহিত একাদশ: শফিকুল ইসলাম, আনিছার রহমান, শামিম, শাওন, মিঠুন, মোহান, আতিকুল, মহিদুল, আমিন, সুপ্ত, সাব্বির, আপন, গালিব, মানিক, আলিফ, আরাফাত, অমিত, আলামিন, বিপুল, রাহাত, রবিউল প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত