গাবতলী উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১৯:৪২ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:১৭
রবিবার বগুড়ার গাবতলী উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের আহবায়ক কামরুল মোর্শেদ আপেল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক পাইকার মিলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মাকসুদ আহম্মেদ মনি ও জুলফিকার আলী। প্রধান বক্তা’র বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজার। উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শফিকুল আলম নয়নের সভাপতিত্বে এবং সদস্য সচিব মানিক সরকারের স ালনায় এতে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সদস্য সাদিকুর রহমান সাদিক, শিমুল আহম্মেদ, বগুড়া পৌর শ্রমিক লীগের আহবায়ক হাসান তালুকদার, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক কামাল পাশা, সুলতান আহম্মেদ, আব্দুল হান্নান ও আলফাজুর রহমান, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য জাফরু পাইকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহানুর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, শ্রমিকলীগ নেতা মাইনুল হাসান মানিক প্রমুখ। শেষে প্রধান অতিথি উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর শাখার শ্রমিক লীগের পূর্বে’র সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত