গাবতলীতে সাড়ে ৬ ফুট গাঁজার গাছ উদ্ধার, একজন গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ৫ মে ২০২১, ১৯:৩৩ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭

গাবতলী উপজেলায় মাদক বিরোধী অভিযানে সাড়ে ৬ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার ও রফিকুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে আদালতের মাধমে রফিকুলকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার  সোনারায় ইউনিয়নের আটঘরিয়া গ্রাম থেকে গাঁজার গাছ উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। রফিকুল একই গ্রামের মৃৃত হামিদুর রহমানের ছেলে। রফিকুলের স্বীকারক্তি অনুযায়ী তার বাড়ির পাশের সবজি ক্ষেতে থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়। এ গাছের ওজন প্রায় ৩ কেজি ৯০০গ্রাম।

এ তথ্য নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম। ওসি বলেন, রফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত