গাবতলীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ৪ আগস্ট ২০২২, ২১:৫০ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:০৫
বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে নাড়–য়ামালা বন্দরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় পুলিশের অন্যায় ভাবে গুলি বর্ষণ এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুর আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এ ঘটনায় গাবতলী উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দরা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অতিদ্রুত গ্রেফতারের দাবী জানান। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করা হয়েছে। গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু’র সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিনের সঞ্চালনা’য় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, সম্রাট মাহারুফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সুমন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিন্টু, চঞ্চল কুমার, উপজেলা যুবদলের সদস্য আব্দুল কাদের, আব্দুর রব বাশার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কুদরতি খুদা সোহাগ, জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মানিক, রামেশ^রপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ময়নুল ইসলাম সেন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপন মন্ডল, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, যুগ্ম আহবায়ক সুমন মিয়া, নশিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ইউপি সদস্য আনজু মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুগ্ম আহবায়ক ইউনুছ আলী গেদা, মোমিনুল ইসলাম, নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক গোলজার রহমান, মিলন, আব্দুর রাজ্জাক রয়েল, দূর্গাহাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, কাগইল ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রহমান সুলতান, সিনিয়র যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আবু মুসা বাবুল, আজিজুল হক, আলপনা কবির বাবু, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল হুদা টপি, সিনিয়র যুগ্ম আহবায়ক নুর আলম, যুগ্ম আহবায়ক সোহেল রানা খান, দ¶িনপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিরুল ইসলাম মিঠু, মহিষাবান ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম, বালিয়াদিঘী ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক পাইলট, সোনারায় ইউনিয়ন যুবদলের আহবায়ক খোরশেদ আলম, সিানিয়র যুগ্ম আহবায়ক শাফিকুর ইসলাম জনি, যুগ্ম আহবায়ক শাহ সুলতান, রতন, পিন্টু, যুবদল নেতা আব্দুল হালিম, বোরহান উদ্দিন চান, পলাশ, সুজন, মোক্তাদির, রনি, ইউনুছ, পাইলট, আল আমিন, সোহাগ, রতি, সিপন, ইয়াকুব, মিলন, সাহস, নুহু, মিলন, জাফর, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক সাখিল, পৌর ছাত্রদলের যুগ্ম সাঃ সম্পাদক আবু হাসান ও জিহাদ হাসান, ছাত্রদল নেতা মাসুদ রানা, স্বেচ্ছাসেবকদল নেতা গোলাম রব্বানী, জিন্নাত আলী, মেহেদী হাসান’সহ যুবদলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত