গাবতলীতে বার্মিজ চাকুসহ ২ যুবক গ্রেফতার
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৩, ১৯:৪০ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৩৫
বগুড়ার গাবতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে শনিবার রাত ৮টায় কাগইল বাজার তিনমাথা মোড়ে তল্লাশী চালিয়ে ২টি বার্মিজ চাকুসহ রিপন ইসলাম (৩৪) এবং ই¯্রাফিল ইসলাম (২০) নামের যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিরার জেলহাজতে প্রেরন করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে থানার এসআই আব্দুল কুদ্দুস ও আবু তৈয়বসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে কাগইল বাজার তিনমাথা মোড়ে রিপন ও ইস্রারাফিল কে তল্লাসী করলে তাদের নিকট থেকে ধারালো ২টি বার্মিজ চাকু উদ্ধার সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন শিবগঞ্জের কাজীতলা পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ই¯্রাফিল ইসলাম। তাদের বিরুদ্বে অস্ত্র আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এ প্রসঙ্গে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার উপরোক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত