গাবতলীতে তুরাগ নদে ট্রলারডুবি: তিন মরদেহ উদ্ধার

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ১৩:৫৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮

রাজধানীর আমিনবাজারের কয়লার ঘাট এলাকায় কার্গোর ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন চারজন।শনিবার দুপুরের দিকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মরদেহের মধ্যে দুইজন শিশু ও একজন নারী।

ট্রলার ডুবির পর যারা নিখোঁজ হন তারা হলেন চার বছরের আরমান, ১৫ মাসের জেসমিন, ৩০ বছরের শায়লা বিবি, ২৬ মাসের শিশু রিপন, আট বছরের আরমিনা এবং পাঁচ বছরের ফারহান মনি। একজনের নাম জানা যায়নি। তবে কোন তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে ভোরে ট্রলারডুবির ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম আরও বলেন, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে কার্গোর ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। কিন্তু আমরা খবর পাই ৮টা ৫০ মিনিটের দিকে। খবর পাওয়ামাত্রই আমাদের পাঁচজনের একটি ডুবুরি দল সেখানে যায়। এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি চারজনের সন্ধানে আমাদের টিম কাজ করছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত