গাবতলীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন 

  আল আমিন মন্ডল (বগুড়া)  

প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১৯:৩৯ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩

রবিবার গাবতলীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন প্রধান অতিথি বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। গাবতলী উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্তরে র‌্যালী শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বুলবুল আহম্মেদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি রাসেল আহম্মেদ কনক, সাধারন সম্পাদক কামরুজ্জামান মানিক, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমা আক্তার, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুল রশিদ, অফিস সহকারী সানাউল ইসলাম’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আদর্শ মৎস্যচাষী বৃন্দ প্রমূখ। এরপর সফল মৎম্যচাষীদের মাঝে পুরস্কার বিতরন শেষে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্ত করণ ও ইছামতি হলরুমে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত