গাবতলীতে গাঁজার গাছসহ একজন গ্রেফতার
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১৮:২৩ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪০
বগুড়ার গাবতলী কাগইলের বেড়েরঘোন গ্রামে পুলিশ অভিযান চালিয়ে সাহাবুদ্দিন দুখু মিয়া (৬৩) কে গ্রেফতার সহ ১টি গাজার গাছ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ১০জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম, এএসআই শ্রী জয়দেব কুমার সাহা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে কাগইল বেড়ের ঘোন গ্রামের সাহাবুদ্দিন দুখু কে জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্যর ভিত্তিতে তার দখলীয় মরিচের জমি হতে ১টি কাঁচা গাজার গাছ উদ্ধার করেছে পুলিশ। যাহার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ২ কেজি ২৫০ গ্রাম।এসময় পুলিশ গাঁজার গাছ ও বেড়েরঘোন গ্রামের মৃত খয়বর আলীর ছেলে শাহাবুদ্দিন দুখু মিয়া কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরপর এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে শাহাবুদ্দিন দুখু মিয়াকে আসামী করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। মামলা নাম্বার ১৩। এবিষয়ে এসআই আব্দুল কুদ্দুস উপরোক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বুধবার আসামী সাহাবুদ্দিন দুখুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত