গাবতলীতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মনোনয়ন ফরম জমা
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২১, ২১:৪১ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৫৪
বগুড়ার গাবতলীতে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিলকারীরা হলেন, গাবতলী সদর ইউনিয়নে সাহাদত হোসেন খান সাগর, রামেশ্বরপুর ইউনিয়নে আব্দুল ওহাব মন্ডল, নাড়ুয়ামালা ইউনিয়নে জাহিদুল ইসলাম সেলিম, বালিয়াদিঘী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাকিউল ইসলাম তীতু মন্ডল এবং দূর্গাহাটা ইউনিয়নে নজরুল ইসলাম নাননু।
ইউপি সদস্য পদে মনোনয়ন ফরম দাখিলকারীরা হলেন, দূর্গাহাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সুজন আল মামুন এবং দূর্গাহাটা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শাপলা আকতার। গাবতলী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রাথী উজ্জ্বল ইসলাম, বালিয়াদীঘি ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রাথী বিল্লাল হোসেন, বালিয়াদীঘি ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী তানিয়া আক্তার লাবনী, কাগইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রাথী আঃ ছাত্তার, কাগইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রাথী এন্তাজ মিয়া, কাগইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রাথী মিলন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু ’ সহ নেতৃবৃন্দ। এছাড়াও কাগইল ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন জাকিরুল ইসলাম।
উল্লেখ্য, ঘোষিত তফশিল অনুযায়ী গাবতলী উপজেলার ৯টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ডিসেম্বর বৃহস্পতিবার। যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১২ডিসেম্বর। আপিল দায়ের করা যাবে ১৩-১৫ ডিসেম্বর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তির তারিখ ১৮ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ২০ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫জানুয়ারী। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৯টির ভোটগ্রহণের কথা থাকলেও অবশিষ্ট নেপালতলী, সোনারায় ও সুখানপুকুর ইউনিয়নে বিভাজন ও ভোটার নির্ণয় কাজ সম্পন্ন না হওয়ায় ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত