গানের পাখি সেরা
প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ২২:৩৭ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪
কামরুল হাসান ফেরদৌস
-----------------------------
প্রাণের ভেতর গান ছিলো যার
গানের ভেতর প্রাণ
সারাজীবন গেয়ে গেলেন
জনগণের গান।
মন ছিলো যার মাটির সাথে
মিশে একাকার
মা মাটি ও মানুষ ছিল
কন্ঠে অলংকার।
জাগরণের গান গেয়ে যে
করতো উজ্জীবিত
চলে যাবার পরেও সুজন
থাকবে গো জাগ্রত।
মুক্তিযুদ্ধে বীর সেনানী
ফকির আলমগীর
কোভিড উনিশ যুদ্ধে শহীদ
উন্নত যার শির।
আজ সখিনার রিকসাওয়ালা
মাটির ডাকে ফেরা
ভুলবে না কেউ নামটি গুণীর
গানের পাখি সেরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত