গাজীপুরে কারখানায় ব্রয়লার বিস্ফোরণ, নিহত ১
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২০ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০১:৩৮
গাজীপুরে কারখানায় ব্রয়লার বিস্ফোরণে লিখন মিয়া (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও ছয় জন গুরুতর আহত রয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়দেবপুরে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, গাজীপুর সদর থানার ভারারুল (জামতলা) এলাকায় ইন্টেলিজেন্স কার্ড লিমিটেড কারখানায় লিখন মিয়া কর্মরত ছিলেন। ওই কারখানায় হঠাৎ ব্রয়লার বিস্ফোরণে তার মৃত্যু হয়। আরও ছয় জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি।
কারখানা কর্তৃপক্ষ জানায়, খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবুল ফজল জানান, ছয় জন শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত