গাজায় যুদ্ধবিরতির ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে’ : মিসরীয় সংবাদ মাধ্যম
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ১১:৫০ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:৫৩
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোয় যে আলোচনা শুরু হয়েছে তাতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’
মিসরীয় সংবাদ মাধ্যম ‘আল কাহেরা’ সোমবার এ খবর জানিয়েছে।
উচ্চ পর্যায়ের মিসরীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আল কাহেরা বলেছে, চুক্তির বিতর্কিত কিছু পয়েন্টে অগ্রগতি হচ্ছে।
এরআগে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার যুদ্ধবিরতির লক্ষ্যে কয়েকদফা আলোচনা চালালেও তাতে কাক্সিক্ষত ফল আসেনি।
এদিকে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, কাতার ও হামাসের প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে। আশা করা হচ্ছে দু’দিনের মধ্যে তারা ফিরে এসে চুক্তির শর্তাবলী চূড়ান্ত করবে।
ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জিম্মিকে করে। এখনও তাদের হাতে ১৫০ জিম্মি আটক রয়েছে।
এদিকে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩৩ হাজার ১৭৫ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত