গাজায় ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১৯:০৫ | আপডেট : ৪ মে ২০২৫, ০৬:১৭

ফিলিস্তিনীর গাজা উপত্যকায় ইসরালের নির্মম ও নিষ্ঠুর গনহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।সোমবার (৭এপ্রিল) বিকেলে এই বিক্ষোভ সামাবেশে উত্তাল হয়ে ওঠে পঞ্চগড় শহর। বিক্ষোভে ছাত্র-জনতার পাশাপাশি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগন অংশ নেন।
বিকেলে মিছিল ও শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে পড়ে পঞ্চগড় জেলা শহর। এসময় বাংলাদেশের পতাকা ও বিভিন্ন প্লেকার্ড নিয়ে অনেকে মিছিলে অংশ নেয়। এসময় করতোয়ার প্রবেশদ্বার বন্ধ করে দেওয়ায় শহরের দুপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দূর্ভোগে পড়ে মানুষ।
সমাবেশস্থলে বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েল গাজায় নির্মম ও নিষ্ঠুর বর্বরতা চালিয়ে মুসলিম নারী-পূরুষ ও শিশুদের হত্যা করে। অথচ জাতী সংঘ বা ও আইসি সহ বিশ্ব সংগঠনের কেউ কঠোর ভ’মিকা নেয়নি যা কষ্টদায়ক এবং মানবতা বিরোধীদের সায় দেয়ার মতো। ইসরায়েল ধমীর্য় প্রতিষ্ঠান এমনকি হাসপাতালে হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে। এটি মেনে নেওয়া যায়না। আমরা এই নির্মম গনহত্যার বিচার দাবী সহ তার তীব্র নিন্দা করছি। এসময় তারা ইসরায়েলের পণ্য ক্রয়-বিক্রয় থেকে সকলকে বিরত থাকার আহবান জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শাখা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হাই ওসাধারন সম্পাদক সুলতান মাহমুদ , খেলাফত মজলিশের সভাপতি মীর মোর্শেদ তুহিন, ইসলাশী ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার আলী, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক, আহসান হাবীব সরকার, নবুওয়ত সংরক্ষণ পরিষদরে সভাপতি মুফতি আনম আব্দুল করিম, জেলা জাগপার সহ সভাপতি সামসুজ্জামান নয়ন, জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত