গাজার আল মাগহাজি শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৭০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫

টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েল-হামাস সংঘাতে গাজা উপত্যকার হাসপাতাল আর শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্যবস্তু করেই বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এবার গাজার প্রধান সড়কের সঙ্গে থাকা আল মাগহাজি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানিয়েছেন, হামলায় জনবসতিপূর্ণ আবাসিক এলাকাটি ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভয়াবহ এ হামলায় আহতদের উদ্ধার করে আল আকসা হাসপাতালে নেয়া হয়েছে। ওই শরণার্থী শিবিরে অনেক পরিবার বসবাস করত বলেও জানান তিনি।রোববার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর এক ভিডিওতে দেখা গেছে, অনেক শিশুর রক্তাক্ত দেহ ছড়িয়ে-ছিটিয়ে আছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে বিবিসিকে জানিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েল বাহিনী প্রধান সড়কের সঙ্গে থাকা তিনটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৫৪ হাজারের বেশি মানুষ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত