গাংনী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৫ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯

গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে গাংনী উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়োজনের মধ্যদিয়ে জন্মদিন পালন করে গাংনী উপজেলা আওয়ামী লীগ । 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এমপি পত্নী লাইলা আরজুমান বানু, জেলা কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু প্রমুখ। সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টারের স ালনায় অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত