গাংনীর তেঁতুলবাড়িয়া ইউপি কার্যালয় থেকে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১০:০০ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২৩:০৪

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বোমাসদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ২ টার দিকে বামন্দী ও গাংনী থানা পুলিশ বোমাসদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে।  

বামন্দী পুলিশ ক্যাম্পের এএসআই শরিফ হোসেন জানান, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি ব্যাগের মধ্যে দুটি বোমাসদৃশ্য বস্তু  রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমাসদৃশ্য বস্তু দুটি পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, গ্রীলের উপর দিয়ে একটি ব্যাগে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ্য বস্তু কে বা কারা রেখে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।  

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ভয়ভীতি দেখানোর জন্য বোমাসদৃশ্য বস্তু রেখে যেতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত