গাংনীর কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইয়াবাসহ আটক

  জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৭:০৯

মেহেরপুর গাংনী উপজেলার কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল হোসেন (৪০) কে আবারও ৫০ পিচ ইয়াবাসহ আটক করেছে মেহেরপুর  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। বৃহস্পতিবার বিকালে তাকে আটক করে। আটককৃত কামাল হোসেন গাংনী উপজেলার সিন্দুর কৌটা গ্রামের লুৎফর রহমানের ছেলে। 

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট ছানোয়ার নার্সারি পেঁপে বাগান এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর খসরু আল মামুন এর নেতৃত্বে  অভিযান চালিয়ে বোমারু কামাল হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে। তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে। আটককৃত বোমারু কামাল হোসেন গাংনী কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেও জানতে পারে। কামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। 

গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, কামাল এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক, অস্ত্র, বিস্ফোরক, চুরি, ডাকাতী ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, ২০১৮ সালের ২৬ জানুয়ারী দিবাগত রাতে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন সিন্দুর কৌটা গ্রামের একটি কাঁঠাল বাগান থেকে কামাল হোসেনকে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত