গাংনীতে সাজাপ্রাপ্ত আসামী গাঁজাসহ আটক

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ০৮:৫৯ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩০

মেহেরপুরের গাংনীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আমিরুল ইসলাম (৫৫) কে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭০০ টাকা সহ আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জানা গেছে, গাংনী থানার মামলা নং জি/আর ৮৩/১৮ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আমিরুল ইসলাম কে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাংনী জোড়পুকুরিয়া নামক বাজার এলাকা থেকে আটক করা হয়। আটককৃত গাংনী থানার জোড়পুকুরিয়া গ্রামের মৃত নিয়াজ উদ্দিন নিহাজ এর ছেলে মোঃ আমিরুল ইসলাম। 

মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হিসাবে এএসআই মাহাতাব উদ্দিন সাজাপ্রাপ্ত আসামীকে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭০০ টাকা সহ তাকে আটক করে। তাঁর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরো ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আটককৃত’র বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত