গাংনীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার এক

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ  

প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ১৫:৩৩ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ২২:৫১

মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও মাদক মামলার আসামী আছাদুজ্জামান কনক (২৯) নামক ১জন কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গাংনী র‌্যাব-৬ এর একটি টীম জোড়পুকুরিয়া বাজার এলাকা থেকে আটক করে তাকে। এসময় তার শরীর তল্লাসী করে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান জব্দ করা হয়। মেহেরপুর জেলার গাংনী উপজেলার  বামন্দী পশ্চিম পাড়ার গোলাম কাউছারের ছেলে আছাদুজ্জামান কনক। শনিবার সকালে র‌্যাব-৬ কনককে গাংনী থানায় হস্তান্তর করেছে। 

গাংনী র‌্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার এএসপি তারেক আমান বান্না জানান, আছাদুজ্জামান কনক একজন চিহ্নিত মাদক পাচারকারী। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র আইনে আটটি মামলা রয়েছে। জোড়পুকুরিয়া বাজার এলাকায় মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আছাদুজ্জামান কনক পালিয়ে যাবার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। এসময় তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান পাওয়া যায়। শনিবার সকালে তার নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের পূর্বক গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত