গাংনীতে পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১৯:২৩ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ২জন কৃষক নিহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের বাসিন্দা কৃষক জাহাঙ্গীর আলম (৪০)। বৃহস্পতিবার দুপুরে নিজ নিজ গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় আকস্মিক ভাবে বজ্রপাতের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালীন সময়ে কৃষকরা মাঠে ক্ষেতের কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে বৃষ্টিপাত হলে, তারা গুরুতর আহত হয়। পরে মাঠের কৃষকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথে আকরাম ও জাহাঙ্গীর মারা যান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত