গাংনীতে নারী পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১৫:২১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪

মেহেরপুরের গাংনীতে নারী পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাতু মন্ডল (৮০) নামের এক বৃদ্ধ নিহত। নিহত সাতু মন্ডল গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের মিশনপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পোড়াপাড়া আমঝুপি সড়কের জুগিন্দা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক নারী পুলিশ সদস্য সিমা খাতুনকে আটক করা হয়েছে। 

জানা গেছে, নারী পুলিশ সদস্য সিমা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হজরত আলীর মেয়ে। সে বাংলাদেশ পুলিশে কর্মরত রয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে ধানখোলা ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, নিহত সাতু মন্ডল রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। এসময় নারী পুলিশ সিমা বেপরোয়া গতি সম্পূর্ণ মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাতু মন্ডলকে ধাক্কা মারেন। এতে ঘটনাস্থলেই নিহত সাতু মন্ডল নিহত হন। এসময় আহত হন নারী পুলিশ সদস্য সিমা। স্থানীয়রা জানান, নারী পুলিশ সিমা তার নানা জুগিন্দা গ্রামের তাহাজ্জদ আলী ওরফে তাজুর বাড়িতে বেড়ানো শেষে পিতার বাড়ি আমঝুপি গ্রামে ফিরছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত