গলার স্বর হারিয়ে কথা বলতে পারছেন না কিংবদন্তি বাপ্পি লাহিড়ী!
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫২ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯
আশির দশকে বলিউড গানে ভিন্ন মাত্রা যোগ করেছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। সবশেষ ‘দ্য ডার্টি পিকচার’, ‘গুন্ডে’ সিনেমায় গান করেও তাক লাগিয়ে দেন তিনি। সেই বাপ্পি লাহিড়ী নাকি গলার স্বর হারিয়ে কথা বলতে পারছেন না!
বেশ কয়েকদিন ধরেই বলিউডে এমন জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে তার পুত্র সুরকার বাপ্পা লাহিড়ীর কথায় জল্পনা আরও বেড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, পাঁচ কয়েক মাস আগেই করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেলেও শরীর সম্পন্ন সুস্থ হয়নি এ গায়কের। এরপরেই নাকি গলার সুর হারিয়েছেন বাপ্পি!
এ বিষয়ে জানা যায়, বাবার অসুস্থতার খবর পেয়ে কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ভারতে ফিরেন ছেলে বাপ্পা। এরপর থেকেই মুম্বাইয়ে অবস্থান করেছেন তিনি। সেখানে বাবা বাপ্পি লাহিড়ীর খেয়াল রাখছেন তিনি।
বাপ্পির পরিবার ঘনিষ্ঠ এক সূত্রের খবর ফুসফুস সংক্রান্ত বেশ কিছু সমস্যা ধরা পড়েছে এই সুরকার-গায়কের। সেজন্যই নাকি ডাক্তারদের নির্দেশে তার কথা বলা নিষেধ।
বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী বলেন, ‘বাবা বর্তমানে খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। কথা না বলাটা চিকিৎসার অংশ। চিকিৎসকই বাবাকে কণ্ঠের বিশ্রাম দিতে বলেছেন। আশা করছি, শিগগিরই বাবা ঠিক হয়ে যাবেন। ’
বাপ্পি লাহিড়ী ‘জিমি জিমি’, ‘ডিসকো ড্যান্সার’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এক বছরে ৩৩ সিনেমায় ১৮০টি গান করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত