গরু আনতে গিয়ে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০১ |  আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৫, ০২:৫৬

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার চর থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে সীমা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার চর বড়বাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

সীমা উপজেলার শুভগাছা ইউনিয়নের চর বড়বাড়িয়া গ্রামের শাহিন আলমের স্ত্রী।

কাজীপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, বাইরে মেঘের গর্জন শুনে চড়ে গরু আনতে যান সীমা। এ সময় বজ্রাঘাতে আক্রান্ত হন তিনি। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে তিনি তাকে মৃত বলে জানান। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে বিকাল সোয়া ৪টার দিকে সিরাজগঞ্জ সদরে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত