গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলা কমিটি- সভাপতি গাউস,সাধারণ সম্পাদক মনির
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গাউস মৃধা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহরিয়ার মনির। আগামী একবছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার মনির বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান এই কমিটির অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। আগামী একবছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান কমিটিরসাধারণসম্পাদকশাহরিয়ারমনির। এছাড়াও আগামীতে মাদারীপুরের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি। তিনি জানান, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূলে কাজ করবে গণঅধিকার পরিষদ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত