পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে দাওয়াত কার্ড পাননি স্থানীয় সংবাদ কর্মীরা

গজারিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

প্রকাশ: ২৫ মে ২০২২, ২০:১০ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:১৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭ বালক) এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কিন্তু সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে দাওয়াত কার্ড পাননি স্থানীয় সংবাদ কর্মীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছে গজারিয়ায় কর্মরত মুলধারার সংবাদ কর্মীরা।

জানা যায়, গেল ২২ মে বিকাল ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজন গজারিয়া পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭ বালক) এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।

শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭ বালক) এর সমাপনী খেলায় প্রতি বছর স্থানীয় সংবাদ কর্মীরা নিয়মিত কার্ড পেলেও এবার ব্যতিক্রম হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী স্থানীয় সংবাদ কর্মীদের দাওয়াত কার্ড দেয়নি। এ নিয়ে গজারিয়ার কর্মরত মুলধারার সংবাদ কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

সমকালের গজারিয়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, বিজয় টিভি জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, ভোরের কাগজ গজারিয়া প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন জুয়েল,  দেশ রুপান্তর গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থসহ অধিকাংশ সংবাদ কর্মীরা জানান, প্রতিবছর উপজেলা প্রশাসন থেকে সংবাদকর্মীদের দাওয়াত দেওয়া হয়। কিন্ত এ বছর কেন ইউএনও মহোদয় দাওয়াত কার্ড দিলো না। বিষয়টি দুঃখজনক।

এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলামের মোবাইল ফোনে একাধিক ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত